১. আভ্যন্তরীন সংগ্রহ ঃ
ক. বোর মৌসুম : সরকারী বিনির্দেশ মোতাবেক স্থানীয় ভাবে সিদ্ধ/আতপ চাল সংগ্রহ ও কৃষকদের মাধ্যমে ধান সংগ্রহ করে গুদামজাতকরন।
খ. আমন মৌসুম : সরকারী বিনর্দেশ মোতাবেক স্থানীয় ভাবে লাইসেন্স ধারী মিলারদের মাধ্যমেগম সংগ্রহ : কৃষকদের মাধ্যমে গম সংগ্রহ ও গুদামজাত করন।
বৈদেশিক আমদানী ঃ
ক. চাহিদা মোতাবেক চাল/গম আমদানী ও গুদামজাত করন।
খ. সরকারী নির্দেশ মোতাবেক বিভিন্ন খাতে চাল/গম বিতরণ।
আমাদের সেবা সমূহ ঃ
১. দুঃস্ত ও অসহায় মহিলাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের মাধ্যমেভি.জি.ডি খাতে চাল/গম বিতরন।
২. উৎসন ও আপদ কালীন সময়ে দুঃস্ত গরীব ও ক্ষতিগ্রস্থ মানুষদের মাঝে পৌরসভা/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের মাধ্যমে ভি.জি.এফ খাতে চাল বিতরণ।. জি.আর খাতে চাল বিতরণ।
৪. গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষনাবেক্ষন (টি.আর/কাবিখা) খাতে চাল/গম বিতরণ।
৫. রেশন খাতে চাল/গম বিতরণ।
৬. সুলভ মূল্যে খোলা বাজারে (ও.এম.এস) খাতে
৭. খাদ্য বান্ধব কর্মসূচী ১০ টাকা কেজি কার্ডধারীদের মধ্যে ডিলারদের মাধ্যমে চাল বিক্রয়।
৮. খুচরা খাদ্য শস্য খাদ্য সামগ্রী ব্যবসায়ীদের মধ্যে ফুড গ্রেইন লাইসেন্স প্রদান করা।
০৯। খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় মার্চ ও এপ্রিল /২০১৮ মাসে ১০ টাকা দরে চাল বিক্রয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস